আসসালামু 'আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
১.আমার স্বামী সরকারি চাকরিতে জয়েন করেছেন, চাকরির প্রথম প্রথম ট্রেইনিং হয়, তারপর নতুন নতুন বেশ কয়েকদিন অফিসে যান, কিন্তু অফিসে কাজ থাকে না, বা কাজের চাপ থাকে না, প্রজেক্ট ওয়াইজ হয়তো কাজগুলো হয়, যে টাইম গুলোতে অফিস থাকে কিন্তু কাজ থাকে না, উনি বসে থাকেন, আমার প্রশ্ন হলো তাহলে ঐ সময়ের পারিশ্রমিক কি হালাল হবে, উনি মাসে সব দিন কাজে যাচ্ছেন অনেক সময় কাজ থাকছে না উনি বসে থাকছেন কিন্তু মাসের ফুল টাকাটাই তো সরকার কর্তৃক পে করা হচ্ছে, এই অর্থ হালাল কিনা জানতে চাই।
২. ওনার অফিস টাইমে যখন ওনার কাজ থাকে না, ঐ টাইমে কি উনি দ্বীনি পড়াশোনা করতে পারবেন বসে বসে বা তাজউইদ প্রাকটিস করতে পারবেন?? নাকি তাতে হক নষ্ট হবার সম্ভবনা রয়েছে?