আসসালামু আলাইকুম। একটা বিষয় নিয়ে তিন দিন ধরে ইস্তেখারা করছিলাম। গতকালকে তৃতীয় দিন ছিল। রাতে ইস্তেখারা সালাত আদায় করে, মাঝে যেহেতু বাচ্চা আছে তার সাথে একটু কথাবার্তা বলতে হয়েছে। তারপর দোয়া পড়তে পড়তে, ঘুমিয়ে যাই। তখন রাত ১১ঃ৩০ বাজে। খুব অল্প সময়ের জন্য, স্বপ্নে দেখি, আমি এবং আমার স্বামী বাসার ভেতরে। আর আমার মেয়ে টা দরজার বাইরে মনে হচ্ছে স্কুল থেকে আসছে বাসায়।
সাধারণত ওর বাবা বাসায় থাকলে ওকে স্কুলে দিয়ে আসে, তারপর গিয়ে নিয়ে আসে। তো সে একা দরজার বাইরে নক করছে। একা তো স্কুল থেকে আসতে পারার কথা না। ও বাইরে থেকে খুব আকুতি করছে আম্মু তাড়াতাড়ি দরজা খোলো। মনে হল মাথা ঘুরে পড়েও গেল। ভেতর থেকে আমি এটাই শুনতে পারলাম। আমি খুব আবেগী। তাই স্বপ্নের মধ্যেই কান্না শুরু করে দিলাম। আর ওর বাবাকে বললাম, তাড়াতাড়ি দরজা খুলেন, স্বপ্নে মনে হয় আমি রান্নাঘরে কোন কাজ করছিলাম।
আমার ইস্তেখারার বিষয়টা হচ্ছে - আমি দিনের খেদমতের জন্য (এটা আমার উদ্দেশ্য) চিকিৎসক হিসেবে অধিক জ্ঞান অর্জনের জন্য উচ্চতর পড়াশোনা করার নিমিত্তে বাচ্চাকে কাজের মহিলার কাছে রেখে যেতে হবে। বাচ্চার বয়স ৬ বছর। পাঁচ বছরের ডিগ্রীর দুই বছর পার করে ফেলেছি। শুরু করার আগে ইস্তেখারা করে এগিয়েছিলাম, তখন স্বপ্নে কিছু দেখিনি।
তারপর দুই বছরের মাথায় বড় রকমের একটা ঝামেলা দেখার যাওয়ায়,তখন ইস্তেখারা মনে হচ্ছিল কোর্সটা ছেড়ে দিই। ছুটি নেই ছয় মাসের। ইচ্ছে ছিল কোর্সটা ছেড়েই দিব। কিন্তু এখন ছুটি শেষ। তাই দোটানায় পড়ে গিয়ে আবার ইস্তেখারা শুরু করি। এর মধ্যে এই স্বপ্নটা দেখি।
আরেকটা প্রশ্ন -যে কাজটা ইস্তেখারা করে শুরু হয়েছিল, দুই বছরের মাথায় ইস্তেখারা করে ওই কাছ থেকে একেবারে মন ঘুরে গেল । এখন আবার ইস্তেখারা করে দোটানায়। কেন এমন হচ্ছে? কাইন্ডলি এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন।
শুরু করলাম ইস্তেখারা করে, মাঝে আবার ইস্তেখারায় মন প্রচন্ড নেগেটিভ সায় দিচ্ছিল। ছয় মাস পরে এখন আবার ইস্তেখারায় দোটানায়। পরিবার থেকে(বাবা মা) চাপ আছে জয়েন করার জন্য। দেড় মাস আগে একটা স্বপ্নে দেখি, অনেকগুলি পুরুষ(নন মাহরাম ) সাথে কোথাও যাচ্ছি, সন্ধ্যা হয়ে যাবে ভেবে ফেরত আসি। এটাতে অনেকটা নেগেটিভ বোঝা যায়। যদিও প্রথম দুই বছর আমাকে পুরুষ পরিবেশে থাকতে হয়। এখন অনেকটা কম। এটা ইস্তেখারায় দেখা।
দয়া করে গত কালকে স্বপ্নের ব্যাখ্যাটা জানতে চাচ্ছি। এটা কি কোন বিশেষ অর্থ বহন করে? যেহেতু ডান কাতে শুয়ে, ইস্তেখারা করা অবস্থায় দেখেছি। আরেকবার স্বপ্নে দেখলাম আমি ডিউটি করতে যাচ্ছি, কিন্তু মনটা খুবই খারাপ।স্বপ্নে বললাম অবশেষে আমাকে যেতেই হল ডিউটিতে। এই স্বপ্নটা অবশ্য মাঝরাতে বা পরে দেখেছি। দুটো স্বপ্নের অর্থ জানতে চাচ্ছি
আমার আরো কিছু প্রশ্ন আছে
১।আমার স্বামী এবং আমি দুজনেই চিকিৎসক। এই কোর্সটাতে ঢোকার আগে আমার স্বামী বলেছিল সন্তান নিয়ে নিতে। কিন্তু এখানে ঢোকার পর সে আর কোন সন্তান চায় না।এক্ষেত্রেতার এই অনিচ্ছার পেছনে আমার কোর্সটা দায়ী। যদিও সেটা সরাসরি কিছু বলো না। সে ক্ষেত্রে কি আমি গুনাগার হব?
২।আমার স্বামী যে সাবজেক্টে ডিগ্রী করেছে তার থেকে আমার ডিগ্রি সাবজেক্ট টা বেশি দামি (যদিও আমারটা শুধু মহিলাদের সাবজেক্ট) এক্ষেত্রে আমার স্বামী যদি কখনো নিজেকে ছোট মনে করেন, এতে কষ্ট পান এতে কি আমার গুনাহ হবে? আমি নিজে কোন আচরণে এমন ভাবে প্রকাশ হতে দেই না। কিন্তু উনি না বুঝেই কষ্ট পান। এতে কি আমার গুনাহ হবে?