আসসালামু আলাইকুম হুজুর। আজকে ভোরে স্বপ্ন দেখলাম, ঠিক স্পষ্ট মনে নেই তবে এমন কিছু যে কেউ আমার কাছে সাহায্য চাইলো নাকি আমি করতে গেলাম,, এমন কিছু,,, একাধিক মানুষ হয়তোবা দেখলাম। এমনও হতে পারে আমি একাধিক মানুষকে কষ্ট করতে দেখতেছি। এরপর ঘুম ভাঙার পর আমি ভাবতেছিলাম আল্লাহ কি আমায় সদাকা করার কথা বলল. তারপর আবার ঘুম চলে আসছে। এর অর্থ কি হুজুর?