আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহি ওয়া বারকাতুহ। উস্তাদ আমরা যদি কখনও এমন দুআ করি যা আমাদের জন্য কল্যাাণকর নয়, কিন্তু তখন বুঝতে পারিনা, পরে বোঝে আসে। এবং একটা সময়ের পর সেই দুআটা কবুলও হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি?
কিছুদিন আগে, আল্লাহ প্রদত্ত একটা নিয়ামত আমি পেয়েছিলাম আলহামদুলিল্লাহ। কিন্তু, সেটা আমি আমার মনের মত করে উপভোগ করতে পারি নি বেশ কিছু সমস্যার জন্য। তখন দুআ করেছিলাম যে, ❝ আল্লাহ আপনার এই নিয়ামত আমাকে এমন ভাবে আর দিয়েন না। যেদিন আমি পূর্ণ সক্ষমতার মাধ্যমে সেটা উপভোগ করতে পারবো সেদিন দিয়েন। ❞ তখন অনেক বেশি কষ্টে ছিলাম আর দুআ কবুলের সময়ও ছিল। সময়ের ব্যবধানে আমি বুঝতে পারি, আমার এই দুআটি কবুল হয়ে গেছে, যার ফলে আমি এই নিয়ামত থেকে বঞ্চিত হচ্ছি।
কিন্তু এখন আমার ইচ্ছে করে, ভালো আর মন্দ, সক্ষমতা আর অক্ষমতা যাই থাকুক না কেন, আমি আবারও সেই নিয়ামতটি পেতে চাই, বারবার পেতে চাই।
এখন আমি কি করব? আমি নিজেই আল্লাহর এত বড় নিয়ামত থেকে নিজেকে মাহরুম করে ফেলেছি। এই নিয়ামত পুনরায় প্রাপ্তির জন্য আমার জন্য করণীয় কি উস্তাদ?