আস সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।(অন্য জনের পক্ষে প্রশ্ন)
কালকে আমার ছোট ভাইয়ের সাথে একটা বিষয়ে কথা কথা কাটাকাটি হয়।
তখন সে বলে আমি তোমাকে ফোন থেকে বের করে দেখাচ্ছি দাড়াও।
আমি তখন রাগের মাথায় ভুলবশত বলে দিয়েছি আল্লাহর কসম তুমি যদি আজকে না বের করতে পারো তবে আমি আব্বুর কাছে তোমার সম্পর্কে নালিশ করবো।(এইক্ষেত্রে আমি সিউর না যে "আজকে" ওয়ার্ড টা ইউজ করেছি কিনা বাকিদের কাছেও জিজ্ঞাসা করেছি ওরাও তেমন সিউর
না)।
যখন ও বের করতে পারছিলো না সেই মুহূর্তেই আমি আব্বুর কাছে গিয়েছিলাম ওর সম্পর্কে বলতে।কিন্তু যখন আমি বলতে যায় ওই সময়েই আব্বু কাজের জন্য বাহিরে বের হয়ে যায়, তাই আর বলতে পারি নি।
এরপর আমি ঘুমিয়ে পরি,ওইদিন আর আব্বুকে এই বিষয়ে বলা হয় উঠে নি।
এইযে আমি আল্লাহর নামে শপথ নেয়ার পরেও আদায় করি নি এই ক্ষেত্রে কি আমার কাফফারা দিতে হবে?
আমি একদমই সিওর না হওয়া পর্যন্ত কসম শব্দটা ইউজ করি না তবে কাল রাগের মাথায় ভুলবশত ইউজ করে ফেলেছি।
২)'আলেহা' নামের অর্থ কী?