আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়াবারকাতুহ ,
জীবনে লক্ষ্য বিহীন তো চলা যায় না, কিন্তু আমার বিষয়টা লক্ষ্য বিহীনই চলছে, আমি শিক্ষকতা করতে চাই ইন শা আল্লাহ,
কুরআন টিচার
এটা পূরণ করবো কিভাবে ধাপে ধাপে,, ইন‌শা আল্লাহ, আর কোথায় পড়াশোনা করবো এ বিষয়ে , কিভাবে মেহনত করবো, দোয়া রোনাজারি, আমি আপসেট, যতবারই লক্ষ্যের বিষয়ে আসি হতাশ হয়ে যায়, মস্তিষ্ক কাজ করে না কোন কাজে মনোযোগ দিতে পারি না।
একটা ইলমী কোর্সে আছি। পড়া জমে আছে অনেক, না পারি ঠিক মতো পরিকল্পনা, না ঠিক ঠাক ফোকাস , না দোয়া রোনাজারি , না অলসতা কাটিয়ে উঠার মতো উদ্যমী মনোভাব, আল্লাহ সহজ করুন। উস্তাদ এই কোর্সটি আমি ছাড়তে চাই না , সঠিক পরিকল্পনাও করতে পারিনা, পরিকল্পনা করলেও এগোতে পারি না , নতুন পড়া আর পুরানো গুলো কিভাবে আয়ত্ত করবো, মাথা পুরা হ্যাং হয়ে থাকে।
দয়া করে আমাকে উত্তম নসিহা দিবেন উস্তাদ।