আসসালামু আলাইকুম, শায়েখ!
২ টি বিষয় জানার ছিল। অনুগ্রহ করে জবাব দিলে উপকৃত হতাম।
এক. ১ টি বা ২ টি কসম ভঙ্গের কাফফারা হিসাবে কেউ যদি ১০ জন বা ২০ জন মিসকিন কে ২ বেলার পরিবর্তে ১ বেলায় ২০ জন বা ৪০ জন মিসকিনকে মধ্যম মানের খাবার (যেমনঃ ডিম খিচুড়ি) খাওয়াই , তাহলে কি কাফফারা আদায় হবে?
দুই. যদি কারো কোন বিষয়ে কসম করেছিল কিনা সেটা নিয়ে সন্দেহ হয় এবং সেই কাজ সে করে। তাহলে সে কোন নীতি অনুসরণ করবে?
জাযাকাল্লাহু খায়রান।