আসসালামু আলাইকুম। একসাথে ব্যবসা করি সুবাধে একজনের কাছে থেকে কিছু টাকা নিয়েছিলাম।। সেটা তিনি ধার হিসেবে দিয়েছিলেন কিনা জানি না। চেয়েছিলাম্ন,উনিও দিয়েছিলেন। অল্প টাকা ই। তবে ফেরত দেয়ার সময় ঊনি টাকা টা নিতে না চাইলেও আমি জোর করে দিয়েছি। দেয়ার পরে উনি আমাকে বলতেছে যে," উলটা এটা ফেরত দিয়ে আপনি আমাকে ঋনি করে দিলেন। এই টাকা আমি আপনাকে আবার কোনো না কোনো ভাবে ফিরায় দিব""
আমি বললাম --- এই টাকা টা আপনার আমাকে ফেরত দিতে হবে না। আপনার যদি নিতে খারাপ লাগে আপনি এটা ভালো কাজে দান করে দিয়েন। পরে উনি বললেন -- আচ্ছা সময় সুযোগ মত তাই করবো। কিন্তু তার পরের দিন আমি আবার উনাকে বললাম যে, -"'''আসলে আপনাকে যেই টাকা ফেরত দিলাম সেটার মালিক আপনি। আপনি আপনার ইচ্ছা মত এটা খরচ করতে পারেন। দান করার কথা বলেছিলাম যাতে আমাকে ফেরত না দেন সেই জন্য। আপনার টাকা। আপনার যা ইচ্ছা তাই করেন ভাই"""""
১)))) আমার কি ধার করা টাকা শোধ করা হয়েছে?? নাকি দান করতে বলা তে কোনো সমস্যা হবে?
২))) আমি উনাকে দানের কথা বললাম, উনি প্রথমে বললেন করবেন দান, পরে আবার আমি না করেছি, যা ইচ্ছা করতে বলেছি কারন উনি মালিক টাকার, যদি এখন উনি দান না করেন তাহলে কি কোনো গুনাহ হবে উনার৷ বা আমার?