আচ্ছালামু আলাইকুম,
আমি একটি কম্পানিতে চাকরি করি সেখানে হাই কমোডের বাথরুম গুলো এক সিরিয়ালে এবং প্রত্যেকটির বেরার মাঝে নিচে আধা বিঘার মত ফাকা রয়েছে। তো অনেকে যারা বসে প্রসাব করে তারা নিচে ফ্লোরে প্রসাব করে।
ধরুন আমি একটির মধ্যে আছি, এবং পাশের বাথরুমে যে আছে সেই লোকরা মাঝে মাঝেই যেটা দিয়ে পানি দেয় সেটা ফ্লোরের দিকে যখন মারে তখন সেই পানি ওই নিচের ফাকা দিয়ে প্যান্টে এসে ছিটে ছিটে পড়ে। এতে কি নাপাক হবো?
এবং কিভাবে নাপাক হলেও পবিত্র হয়ে নামাজ আদায় করা যাবে বলবেন? কারন একটিই প্যান্ট থাকে এটা তো বাসা না যে আরেকটা পরবো।
লিংকে ক্লিক করে ছবিটি দেখুন তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। -https://drive.google.com/file/d/1kMY6pY2JgBhLXQsXprHtqsRo60tCaY3Y/view?usp=drivesdk