কিছু কিছু এলাকার নাম রয়েছে হিন্দুদের দেবতাদের নামে যেমন শিবগঞ্জ, লক্ষীপুর, শ্যামনগর ইত্যাদি। এসকল এলাকায় ইচ্ছাকৃতভাবে চাকরি করতে গেলে বার বার ঐ নামগুলো উচ্চারিত হয়,সেক্ষেত্রে গোনাহ হবে কিনা?
অনেক সময় এসকল এলাকায় চাকরির পোস্টিং হয়,সেক্ষেত্রে এসকল এলাকায় চাকরি করা ঠিক হবে কিনা?