আসসালামু আলাইকুম শায়েখ
আমার ৬ লাখ টাকা আছে এবং ৮-৯ ভরি স্বর্ণ আছে। এমতাবস্থায় আমার হজ ফরজ হয়েছে। কিন্তু মেয়েদের তো মাহরাম ছাড়া হজ হয় না। আমার স্বামী ওতটা দ্বীনদার নয়। তার হজ্জ করার মতো টাকা থাকলেও সে নিজের টাকায় এখন যাবে না। কিন্তু আমি তার সব খরচ দিলে তখন যাবে।
৬ লাখে তো দুজনের হজ হবে না। ৬ লাখে দুজনের ওমরা হবে। সুতরাং হজ না করে দুজন ওমরা করে আসলে কি সেটা উত্তম হবে? নাকি আমার স্বামীর জন্য টাকা আমাকেই ম্যানেজ করে সে সহ হজে যেতে হবে? আমার স্বর্ণ বিক্রি করলে দু'জন যাওয়ার মতো টাকা হবে। কিন্তু আমার ছোট ছেলে ও মেয়ে আছে তাদের ভবিষ্যতের জন্য সোনা গুলো রেখেছি।