আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ।
"হামনে মানা কি জান্নাত বহত হে হাসিন" এরকম একটা নাশিদের মত আছে এটা কি গাওয়া ও শুনা যাবে?
হামনে মানা কি জান্নাত বহত হে হাসিন" এরকম একটা নাশিদের মত আছে এটা কি গাওয়া ও শুনা যাবে?কেউ গেয়ে ফেললে কি কোন সমস্যা হবে?মানে গাওয়ার সময় যদি মনে আসে এটা গাওয়া যাবে কিনা কারন কথাগুলো শুনে কেমন ভয় লাগে কোন ঈমানে সমস্যা হবে কিনা।