আসসালামু আলাইকুম উস্তাজ,
আমি আজ স্বপ্নে দেখলাম আমার এলাকার কোন একটা প্রোগ্রামে আল্লামা মামুনুল হক হুজুর এসেছেন এবং তার সাথে তার বাবা (মৃত) শাইখুল হাদীস আল্লামা আজীজুল হক ও এসেছেন। আমি তাদের সাথে স্টেজে বসা ছিলাম। এমন সময় আল্লামা মামুনুল হক আমাকে তার বাবার সাথে কথা বলিয়ে দিলেন এবং আমি তার সাথে মুসাফাহ করার পর তিনি আমাকে দোয়া করে দিলেন এবং জিজ্ঞেস করলেন "তুমিতো বাবা মায়ের পছন্দমতই (বা তাদেরকে নিয়েই) বিয়ে করবে, তাইনা?" আমি হ্যা সূচক উত্তর দিচ্ছিলাম কিন্তু আশপাশ থেকে অনেকে শাইখুল হাদীসকে নেতিবাচক কথা বলায় তিনি আবার আমাকে একই কথা জিজ্ঞেস করলেন এবং আমি আত্মবিশ্বাসের সাথে হ্যা সূচক উত্তর দেয়ার পর তিনি আমাকে দোয়া করে দিলেন।
আমার স্বপ্নের এইটুকুই মোটামুটি মনে আছে। এ স্বপ্নের কিরকম ব্যাখ্যা হতে পারে জানালে মুনাসিব হয়।
উল্লেখ্য, আমি অবিবাহিত এবং আমার বিয়ে নিয়ে আমার বাবা মায়ের সাথে আমার বা তাদের পছন্দ অপছন্দ নিয়ে কোন প্রকার আলোচনা হয়নি এখন পর্যন্ত।