আসসালামু আলইকুম। উস্তাদ আমার এক বোনের হয়ে জানতে চাচ্ছি।
এই বোনের প্রায় সাড়ে তিন বছর আগে বিয়ে হয়। কিন্তু স্বামী ভরণপোষণ দিতো না, মিথ্যা অপবাদ দিতো।‌আরো নানান সমস্যার কারণে দুই পরিবারের সিদ্ধান্তে ডিভোর্স হয়ে যায়। ‌ ডিভোর্স হয়েছে প্রায় দুই বছর।
বোনের বাবা-মা দুজনেই প্রায় সময় অসুস্থ থাকে। বাবা ক্যান্সারে আক্রান্ত। ভাই বিদেশে থাকেন। ফ্যামিলিতে কন্ট্রিবিউট করেন। তবে বর্তমানে তাদের পরিবারে তেমন গার্ডিয়ান নেই। তাকেই ফ্যামিলির দায়িত্ব পালন করতে হয়। বোনের বয়স ২৫ বছর, উনি এই বছর মাস্টার্স কমপ্লিট করেছেন, পাশাপাশি একটি চাকরি করছেন। ‌
কয়েকদিন আগে উনার একটি প্রস্তাব এসেছে। ছেলের ডিভোর্স হয়েছে কয়েক মাস আগে। ‌ মসজিদ মাদ্রাসার একাউন্টে জব করেন। জেনারেল থেকে পড়ুয়া হলেও বাহ্যিকভাবে বুঝার উপায় নেই। খোঁজখবর নিও ভালো পাওয়া গেছে। কিন্তু সমস্যা হল ছেলের বয়স মেয়ের থেকে বারো- পনেরো বছর বেশি। বোনের এই দিকটা মানতে যথেষ্ট কষ্ট হচ্ছে। মেয়ের ইচ্ছা বিয়ের পর আর জব করবে না। স্বামীর সাথে গ্রামে হোক অথবা শহরে একসাথে থাকবে। কিন্তু ছেলের ইনকাম কম থাকায় স্ত্রীকে একসাথে রাখতে পারবে না ‌। স্ত্রীকে গ্রামে রাখবেন। মেইন কথা হচ্ছে ছেলেকে দেখে মেয়ের ভালো লাগেনি। কিন্তু মেয়ের সার্বিক অবস্থা এবং ফ্যামিলির দিকে তাকিয়ে মেয়ে কিছু বলতেও পারছে না। কারণ ফ্যামিলির সবাই চাই মেয়েকে এখানেই বিয়ে দিতে। পরবর্তীতে মেয়ের যদি অন্য কোন প্রস্তাব না আসে কথা শোনাবে। বোনকে ইস্তেখারার পরামর্শ দেয়া হয়েছে। কিন্তু ওস্তাদ এই দিকগুলো বিবেচনা করে আপনার পরামর্শ চাচ্ছি‌।