السلام عليكم ورحمة الله
রোজা নিয়ে কিছু মাসয়ালা জানার ছিল-
ঘটনা- আমার বেশ আগে থেকে প্রসাবের সমস্যা আছে। এবং এটা বাস্তবেই আছে, নিছক ধারণা নয়। সমস্যাটা এমন, মূলত প্রসাব ক্লিয়ার হয় না। কয়েকবার একইসাথে প্রসাব না করলে আমি নামাজ পড়তে পারি না। কারণ, চাপ লাগলেই প্রসাব বের হয়। এখন আমি যা করি,
এভাবে কয়েকবার প্রসাব করতে হয় একইসাথে কিছুক্ষণ পরপর। এবং এভাবে প্রসাব শেষে আমার "কয়েকবার" পুরুষাঙ্গের "ভেতর" কিছু দূর(সর্বোচ্চ ১ ইঞ্চি বা এর সামান্য বেশি,এর বেশি না) পর্যন্ত টিস্যু ঢুকিয়ে ভেতরের প্রসাব মুছতে হয়। এখন, আপনি বলতে পারেন এটা করার দরকার কি? উত্তর- আমার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা আছে, আমার এভাবে ছাড়া নামাজ পড়া সম্ভব না কোনোভাবেই। এভাবে না করলে সামান্য হলেও প্রসাব বের হয়ে ওযু ভেঙে যায় নামাজে চাপ লেগে।
প্রশ্ন-
- এরকম তো সমসময় করতে হয়। এতে রোজাবস্থায় "সামান্য" কিছু টিস্যু ভেতরে থেকে যায়। এখন এতে কি রোজা ভাংবে?? "যদিও এই টিস্যু কিন্তু পরবর্তীতে প্রসাবের সাথে বের হয়ে যায়"। এটা এমন তো না যে আমার পুরুষাঙ্গের ভেতর পর্যন্ত যায়, দেখা যায় ওই পর্যন্তই (মানে যেখানে বেধে ছিল) সেখানেই থেকে যায়।
প্রশ্নটা খুব দ্রুত জানা প্রয়োজন, ইতোমধ্যে আমি রোজার কাফফারা রাখা শুরু করেছি ৬০ দিন। তাই যত দ্রুত এন্সার দিবেন আমার উপকার হবে, ইনশাআল্লাহ।