আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।
আপু আমার এক জায়গায় বিয়ের কথাবার্তা চলছে কনে দেখা ও হয়ে গেছে। পাত্র পক্ষের আমাদের সব কিছুই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে ও উনাদের ব্যাপারে পূর্বে খোঁজখবর নেওয়া হয়েছিল ভালো লেগেছে তাই এগোনো।
এখন উনাদের বাড়িতে যাবেন সব কিছু পছন্দ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলা চাইলে বিয়ে..
পাত্র জেনারেল পড়ুয়া দ্বীনদার মানুষ মা শা আল্লাহ।আমি ও জেনারেল থেকে দ্বীনে ফেরা আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার এক নগন্য অধম বান্দী।
পাত্রকে আমার পরিবারের কারো ভালো লেগেছে আবার কারো ভালো লাগেনি। উনি শ্যামলা এবং আমাদের থেকে ধন সম্পদের দিক থেকে ও কম উনাদের তবে সচ্ছল মা শা আল্লাহ।আমার ও সৌন্দর্য ভালো লাগে।
কিন্তু দ্বীনদারিতার জন্য আমি ব্যাপার গুলো ছাড় দিয়েছি ।বেশ কয়েকবার ইস্তেখারার সালাত আদায় করেছি আলহামদুলিল্লাহ।
আমার মত জানতে চাইছিলেন আমি সম্মতি দিয়েছিলাম এগোনোর।
এখন কেউ বলছেন আমার সাথে পাত্র মানায়নি, পাত্র কালো ইত্যাদি আমি বলেছি যে একটা সুন্দর মন হাজরটা সুন্দর চেহারা থেকে উত্তম,আরো অনেক কিছু বলি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য অন্যদের বুঝানোর জন্য।তাও কথা গুলো ভাবলে মনটা খারাপ হয়ে যায়।
এতো দূর এগোনোর পর শুধু সৌন্দর্যের জন্য একজন দ্বীনদার মানুষকে রিজেক্ট করার বিষয়টা অনেক খারাপ দেখায়।
এই ব্যাপারে আপনাদের মূল্যবান নসিহত/পরামর্শ কামনা করছি।