প্রশ্ন ১: আসসালামু আলাইকুম। আমার স্বামী আলহামদুলিল্লাহ মোটামুটি ধার্মিক। কিন্তু ওর একটা স্বভাব হচ্ছে অল্পেই রেগে যায়। একবার একটা বিষয়ে মাসআলা নিয়ে আমাদের দুইজনের মতপার্থক্য হয় এবং ও রেগে যায়। রেগে গিয়ে আমাকে বলে, "যাদের ধর্ম পালন করো তাদের কাছে যাও।" মাসআলাগত বিষয়ে দুইজনের মতপার্থক্য হয়েছিলো। পরে আমিও বুঝতে পারি আমিই ভুল ছিলাম কিছুটা।
এখন আমার স্বামীর এই কথায় কি তালাক পতিত হওয়ার কোনো সম্ভাবনা আছে?
প্রশ্ন ২: আমার স্বামী একবার আমাকে বলেছে, " থাকলে থাকো না থাকলে চলে যাও।" আরেকবার বলেছে, " মানিয়ে নিতে পারলে থাকো, নাহলে নিজের পথ দেখো" এবং এই টাইপ কথা হয়তো আরো ২-১ বার বলে থাকতে পারে। আমি কিছু ওয়েবসাইটে দেখলাম যে এই কথার দ্বারা তালাক পতিত হয়না কিন্তু এর মাধ্যমে মূলত স্ত্রীর ইচ্ছার উপর বিষয়টা নির্ভরশীল হয়ে যায়। অর্থাৎ, এই কথা বলা হলে স্ত্রী যদি তালাক নিয়ে নেয় তাহলে তালাক হবে। কিন্তু স্ত্রী না চাইলে তালাক হবে না।
এখন আমার প্রশ্ন হলো এই যে স্ত্রীর উপর এই কথা বলার দ্বারা ক্ষমতা অর্পিত হয়ে যায় এটা কি ওই নির্দিষ্ট সময়ে যখন হাজব্যান্ড এই কথা বলেছে ওই সময়ের জন্যই প্রযোজ্য হবে? নাকি এরপর সবসময়ের জন্য প্রযোজ্য হয়ে যাবে? অর্থাৎ, স্বামী এই কথা বলার পর স্ত্রী কি চাইলে যে কোনো সময়ে তার উপর মৌখিকভাবে তালাক নিয়ে নিতে পারবে? বা এই কথার মাধ্যমে কি আদৌ স্ত্রীর উপর এই ক্ষমতা অর্পিত হয়? মাসআলাটা কি মূলত এখানে?
আর এই কথার দ্বারা সবসময়ের জন্য ক্ষমতা অর্পিত হয়ে গিয়ে থাকলে সেই ক্ষমতা ফিরিয়ে নেওয়ার উপায় কি?
হুজুর দয়া করে দ্রুত উত্তর দিবেন। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন। আমিন!