আসসালামু আ'লাইকুম। আমি দুইদিন সাপ স্বপ্ন দেখেছি, ছোটছোট প্রচুর সাপ৷ যদিও তারা কোনো ক্ষতি করতে পারেনি। অনেকগুলো সাপ একটার পরে একটা বের হচ্ছে, আর আমরা যেন একটু চিন্তিত কিন্তু বেশি ভীত না। একটা করে মারছি, আরো বের হচ্ছে।
গতকাল বাসায় আমি আর বাবা ছাড় আর কেউ ছিলনা। ভোরে নামাজ পড়ে ঘুমানোর পরে স্বপ্ন দেখি আমাদের ঘরের দরজার উপরে বিশাল বড় একটা সাপ, প্রায় ৪হাত লম্বা, মোটা। আমার দিকে কেমন দাঁত খিঁচুনি দিয়েছে, আমি প্রচন্ড ভয় পাই, এবং চিৎকার করে আমার বাবাকে ডাকতে থাকি স্বপ্নের মধ্যেই। কিন্তু সে শোনেনা। এরপরে স্বপ্নের মাঝেই আমি বাবার কাছে দৌড়ে যাই সাপটার কথা বলতে, সে যেন পাত্তাই দেয়না৷
এরপরে ঘুম ভেঙে যায়, তখন দেখি আমি অনেক শান্ত আছি। একটুও ভয় পাচ্ছিনা। তখন ঘুমিয়ে যাই আবার। উল্লেখ্য যে, ভের ঘুমানোর সময় আমার অনেক এসিড ছিল।
এই স্বপ্নটি কি ইগনোর করব, নাকী এটার কোনো মানে আছে? এটা কি আমার মনের ভুল? আমাদের তো এমন আত্মীয় নেই যারা ইচ্ছা করে আমার ক্ষতি করতে চায়!
তবে এমন অনেকে আছে যারা আমার চাকরি না করার সিদ্ধান্ত পছন্দ করেনা তাই নানাভাবে বাবা মাকে বোঝায়, তখন সংসারে অশান্তি হয়৷ সাথে আমার বাবাও মুরতাদ ধরণের, তবে বাসায় আমাদের থেকে শুনে আস্তেআস্তে নামাজ ধরেছিল, ইসলামের কথা মানত। কিন্তু ওই আত্মীয়দের বাসায় ঘুরতে গিয়ে আসার পর থেকে আবার আগের মত ভয়ংকর সব কুফরি বেয়াদবী কথা বলা শুরু করেছে।
এই আত্মীয়রা কি সাপ দিয়ে বোঝা যাচ্ছে? নাকী আমি জানিনা এমন অন্য কোনো শত্রু? নাকী এগুলো আমার মনের ভুল, ইগনোর করলে এবং দুয়া সাদাকাহ করলেই বেঁচে যাব?