আসসালামু আলাইকুম। উস্তাজ দয়া করে উত্তর দিন ইন শা আল্লাহ।
১।বিয়ের ক্ষেত্রে পাত্র-পাত্রী কি রাস্তা অথবা রেস্টুরেন্টে দেখা করে নিজেদের বিষয়গুলো আলোচনা করতে পারবে কিনা?রাস্তায় অথবা রেস্টুরেন্টে তো অনেক মানুষ থাকে।এভাবে দেখা করে কথা বলার সময়ও কি মাহরাম কেউ উপস্থিত থাকতে হবে কিনা?যদি মাহরাম কেউ না থেকে পাত্রীর বান্ধবী বা অন্য কোনো মহিলা সাথে থাকে সেক্ষেত্রে কি এটা জায়েজ হবে কিনা?
২।অন্য কোনো পুরুষ কে না দেখানোর শর্তে পাত্রকে পাত্রীর ছবি দেওয়া জায়েজ হবে কিনা দেখার জন্য?
৩।পাত্র -পাত্রী শুধুমাত্র মাত্র বিয়ের জন্য প্রয়োজনীয় এমন কথা গুলো প্রাথমিক অবস্থায় মেসেজিং করে আলোচনা করতে পারবে কিনা?
৪।যদি আমলের দিক থেকে কিছুটা কম হয়,কিন্তু আখলাক ভালো হয় এমন ছেলে/মেয়েকে বিয়ে করা উচিত হবে কিনা?