السلام عليكم و رحمة الله وبركته
১)বাংলাদেশী আইন অনুযায়ী আমার জানামতে গৃহপালিত ব্যাতীত বন্যহরিণ শিকার করা বা খাওয়া অবৈধ।এখন একজন লোকের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বেশ কিছু পাহাড় বা এজাতীয় অঞ্চলে নিজস্ব প্রজেক্ট আছে।একটা হরিণ একদিন তার প্রজেক্টের ভিতর ঢুকে গেলে তিনি তা জবাই করেন এবং আমার বাবার পরিচিত একজনকে উপহার হিসেবে দেন। যাকে উপহার হিসেবে দিয়েছেন তিনি আবার উপহার হিসেবে বাবাকে একবাটি গোশত দেন।এখন এই গোশত খাওয়া কি হালাল হবে?
২)আমি আসলে এই নিষেধাজ্ঞার ব্যাপারে জানতাম না।যখন এটা খেতে বসেছি এবং প্রায় অর্ধেক খেয়ে ফেলেছি তখন বাবা হঠাৎ এই নিষেধাজ্ঞা নিয়ে কথা তোলেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তাহলে এটা খাওয়া কি জায়েজ হবে।তখন তিনি আমাকে বিভিন্ন যুক্তি দেন এবং আমার কাছে তা গ্রহণযোগ্য মনে হওয়ায় আমি তা গ্রহণ করে বাকিটুকু খাবার ভালোমতোন শেষ করি। আল্লহ মাফ করুন।পরে বুঝতে পেরেছি আমার আরও ভালোভাবে যাচাই করার দরকার ছিলো।তখনও মন অস্থির করছিলো কিন্তু ঠিক সিদ্ধান্ত নিতে নিতেই খেয়ে ফেলেছি। এখন আমি কি হারাম খেলাম।আমার করণীয় কি?