আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
54 views
in খাদ্য ও পানীয় (Food & Drink) by (19 points)
السلام عليكم و رحمة الله وبركته

১)বাংলাদেশী আইন অনুযায়ী আমার জানামতে গৃহপালিত ব্যাতীত বন্যহরিণ শিকার করা বা খাওয়া অবৈধ।এখন একজন লোকের চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে বেশ কিছু পাহাড় বা এজাতীয় অঞ্চলে নিজস্ব প্রজেক্ট আছে।একটা হরিণ একদিন তার প্রজেক্টের ভিতর ঢুকে গেলে তিনি তা জবাই করেন এবং আমার বাবার পরিচিত একজনকে উপহার হিসেবে দেন। যাকে উপহার হিসেবে দিয়েছেন তিনি আবার উপহার হিসেবে বাবাকে একবাটি গোশত দেন।এখন এই গোশত খাওয়া কি হালাল হবে?

২)আমি আসলে এই নিষেধাজ্ঞার ব্যাপারে জানতাম না।যখন এটা খেতে বসেছি এবং প্রায় অর্ধেক খেয়ে ফেলেছি তখন বাবা হঠাৎ এই নিষেধাজ্ঞা নিয়ে কথা তোলেন। তখন আমি তাকে জিজ্ঞাসা করলাম তাহলে  এটা খাওয়া কি জায়েজ হবে।তখন তিনি আমাকে বিভিন্ন যুক্তি দেন এবং আমার কাছে তা গ্রহণযোগ্য মনে হওয়ায় আমি তা গ্রহণ করে বাকিটুকু খাবার ভালোমতোন শেষ করি। আল্লহ মাফ করুন।পরে বুঝতে পেরেছি আমার আরও ভালোভাবে যাচাই করার দরকার ছিলো।তখনও মন অস্থির করছিলো কিন্তু ঠিক সিদ্ধান্ত নিতে নিতেই খেয়ে ফেলেছি। এখন আমি কি হারাম খেলাম।আমার করণীয় কি?

1 Answer

0 votes
by (689,850 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم

(০১)
শরীয়তের বিধান হলো যদি সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা না থাকে,তাহলে প্রয়োজনের ভিত্তিতে  বনাঞ্চলে পশুপাখি শিকার করা যাবে।
তবে অযথাই এসব প্রানী হত্যা করা জায়েজ নেই। 
,
হালাল পশুপাখি সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে:
عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم نَهَى عَنْ كُلِّ ذِي نَابٍ مِنَ السِّبَاعِ وَعَنْ كُلِّ ذِي مِخْلَبٍ مِنَ الطَّيْرِ
ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল প্রকার হিংস্র পশু এবং নখর ধারী পাখি (খেতে) নিষেধ করেছেন।”
[সহীহ মুসলিম, অধ্যায়: ৩৫/ শিকার ও জবেহ কৃত জন্তু এবং যে সব পশুর গোশত খাওয়া হালাল]

★সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে হরিণ জবাই করার দরুন সেই হরিণের গোশত খাওয়া জায়েজ হবেনা।

(০২)
আপনি তওবা করে নিবেন।
সামর্থ্যবান হলে সমপরিমাণ গোশতের টাকা গরিব মিসকিনদের মাঝে সদকাহ করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by
এই গোশত খেয়ে কি আমি হারাম ভক্ষণ করেছি?
হারাম ভক্ষণকারীর শরীর তো জান্নাতে প্রবেশ করবেনা।
নাকি শুধু নাজায়েজ?
by (689,850 points)
এমনটি নয়। তবে সরকারি নিষেধাজ্ঞাও অমান্য করায় আপনার গুনাহ হয়েছে

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...