আমি সপ্নে ছেলেদের হোস্টেল এ ছিলাম। যদিও আমি বিবাহিত। আমি দেখলাম, আমাদের কেও জানাল রসুল সা: সাথে আমদের আগামিকাল দেখা হবে। আমরা সাথে সাথে অই রাতে বের হলাম। তখন রাত ছিল। বের হওয়ার সময়, আমি তারা তারি করার জন্য, আমার কিছু মুরি জাতীয় খাবার ঢেকে রাখার সময়, মুরি গুলো পরে গেল। আমি ওটা ওই ভাবে রেখে, বেরিয়ে গেলাম। তার পর দেখি সকাল হইসে। আমরা একটা মাঠে পৌছালাম। মাঠে অনেক মানুষ। আমি একজন ক বললাম, রসুল সা: কথায়, উনি আমকে উনাকে দেখিয়ে দিলেন। আমি দেখলাম আলহামদুলিল্লাহ। আমি কাছে যাওয়ার জন্য লাইন এ ছিলাম। আমি অনেক উতসুক ছিলাম। আমি আরও দেখি আমার বাবা রসুল এর খুব কাছে বসে আছে। উনি তখন আনন্দে হাসতেছে। পরে সপ্নে অই অংশ টুকু মনে নাই। পরে দেখি আমি মাঠের অন্ন প্রান্তে। এক জন মহিলা, আমার মা এর মত এক জন উনি আমদের school er exam র মতো advice dissilen. পরে আমার ঘুম ভেংে যায়।