আসসালামু আলাইকুম,
আমাদের বিয়ে হয়েছে ৪ বছর হলো। যেহেতু আমি পড়াশোনার মধ্যে ছিলাম তাই আমাকে একরকম বাধ্য হয়েই স্ত্রীকে শ্বশুর বাড়ি রাখতে হয়েছে। এমতাবস্থায় মাঝেমধ্যে নানান কারনে মনোমালিন্য, ঝগড়া হয়েছে। এর প্রেক্ষিতে আমি তাকে একবার বলেছিলাম যে " তুমি তোমার মতো থাকো" যদিও এর মাধ্যমে আমি তাকে এটা বুঝাতে চেয়েছি যে যেহেতু তোমার সাথে আমার মিল হচ্ছে না তাহলে আমরা কথা না বলি।
এভাবেই যাচ্ছে। কিছুদিন আগে একটা বিষয় নিয়ে একটু ঝামেলা হয়। আমি তাকে কিছু না বলে পুরো বিষয়টা তার মা এবং ভাইকে জানাই। এবং এক পর্যায়ে উনাদেরকে এটা জানাই যে- "এভাবে চলতে থাকলে তার সাথে থাকা সম্ভব না, তাকে রাখতে পারবো, এবং আমার পক্ষে তার সাথে থাকা সম্ভব না " একবার বলেছিলাম, "ছেলেটার জন্যই এখনো, নাহয় ছেড়ে দিতাম " ভাষাগুলো এমনই ছিল।
এখন আলহামদুলিল্লাহ, আমরা পরস্পর সমঝোতায় আছি। কিন্তু আমার স্ত্রী মনে করেন যে, তার মা এবং ভাইয়ের কাছে বলা ঐ বাক্যগুলো নাকি তালাক হিসেবে পরিগনিত হবে। আমার প্রশ্ন হলো- আসলেও এই বাক্যগুলো তালাকের সমার্থক কি না, আর আমাদের ক্ষেত্রেও কী এখন তালাকের বিধান প্রয়োগ হবে কি না?