আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
34 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (6 points)
আসসালামু আলাইকুম,
আমাদের বিয়ে হয়েছে ৪ বছর হলো। যেহেতু আমি পড়াশোনার মধ্যে ছিলাম তাই আমাকে একরকম বাধ্য হয়েই স্ত্রীকে শ্বশুর বাড়ি রাখতে হয়েছে।  এমতাবস্থায় মাঝেমধ্যে নানান কারনে মনোমালিন্য, ঝগড়া হয়েছে। এর প্রেক্ষিতে আমি তাকে একবার বলেছিলাম যে " তুমি তোমার মতো থাকো" যদিও এর মাধ্যমে আমি তাকে এটা বুঝাতে চেয়েছি যে যেহেতু তোমার সাথে আমার মিল হচ্ছে না তাহলে আমরা কথা না বলি।

এভাবেই যাচ্ছে। কিছুদিন আগে একটা বিষয় নিয়ে একটু ঝামেলা হয়। আমি তাকে কিছু না বলে পুরো বিষয়টা তার মা এবং ভাইকে জানাই। এবং এক পর্যায়ে উনাদেরকে এটা জানাই যে- "এভাবে চলতে থাকলে তার  সাথে থাকা সম্ভব না, তাকে রাখতে পারবো, এবং আমার পক্ষে তার সাথে থাকা সম্ভব না " একবার বলেছিলাম, "ছেলেটার জন্যই এখনো, নাহয় ছেড়ে দিতাম " ভাষাগুলো এমনই ছিল।
এখন আলহামদুলিল্লাহ, আমরা পরস্পর সমঝোতায় আছি। কিন্তু আমার স্ত্রী মনে করেন যে, তার মা এবং ভাইয়ের কাছে বলা ঐ বাক্যগুলো নাকি তালাক হিসেবে পরিগনিত হবে। আমার প্রশ্ন হলো- আসলেও এই বাক্যগুলো তালাকের সমার্থক কি না, আর আমাদের ক্ষেত্রেও কী এখন তালাকের বিধান প্রয়োগ হবে কি না?

1 Answer

0 votes
by (724,770 points)
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
প্রশ্নের বিবরণমতে তালাক হবে না। কেননা এখানে তালাকের ওয়াদা করা হয়েছে মাত্র।

وفى النهر الفائق:
"لو قال: أطلقك لم يقع إلا إذا غلب استعماله في الحال وفي (الصيرفية) لو كان جوابًا لسؤالها الطلاق وقع عند مشايخ سمرقند كأنه لأن سؤالها إياه معينة للحال لكن ينبغي أن لا يختلف في عدم الوقوع فيما إذا قرنه بحرف التنفيس إلا إذا نواه."(ص:٣٢٢، ج:٢، کتاب الطلاق، ط: دار الکتب العلمية)

و فى العقود الدرية:
"صيغة المضارع لا يقع بها الطلاق إلا إذا غلب في الحال كما صرح به الكمال بن الهمام."(ص:٣٨، ج:١، کتاب الطلاق، ط: دار المعرفة)
এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন- https://www.ifatwa.info/5571


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...