আসসালামু আলাইকুম,আমার বয়স ২২ বছর+,আমাকে বাসা থেকে পাত্র পক্ষকে দেয়ার জন্য জোরাজুরি করছে,জোরাজুরি করে ছবি তুলে পাঠিয়েছে,এই ছবি চলবে না,ছবি দিলে সবাইকে দেখাবে নিলামের মত,আমি ভিডিও কলের কথা বলেছি,তারা রাজি না,ছবি না দিলে বলেছে গ্রামে গিয়ে থাকতে হবে,গ্রামে গিয়ে থাকা আরো বিপদ,এর আগেও আমাকে কবিরাজের কাছে নিয়ে গেছে,৭ মাস আটকে রেখেছে,মারধর করেছে,আমার মনে হয়েছে আমি আয়নাঘরে আছি ,যা যা করেছে তা আমার জন্য চরম কষ্টের ছিল,এবারও বলেছে নিলে আটকিয়ে রাখবে,আমি একটা মাদ্রাসায় পড়াই আলহামদুলিল্লাহ,এতদিন থাকলে এই চাকরি টা ও চলে যাবে,আমার কি করা উচিত?আমি কি ছবি দিব?