আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ উস্তাজ,
বাসা থেকে বিভিন্ন দ্বীনি অনলাইন ম্যাট্রিমনি প্ল্যাটফর্ম এ বিয়ের জন্য বায়োডাটা দেওয়ার সাধারণ অনুমতি দেওয়া আছে। প্রতিবার কোনো একটা প্ল্যাটফর্ম এ বায়োডাটা দেওয়ার জন্য কি আলাদা ভাবে নাম বলে আবার অনুমতি নিতে হবে,যেমন আম্মু আমি আজকে "আহলিয়া"তে বায়ো দিচ্ছি/আমি আজকে "অর্ধেকদ্বীন" এ বায়ো দিচ্ছি?লজ্জার জন্য যদি প্রতিবার আলাদা করে জিজ্ঞেস না করেই কোনো একটা প্ল্যাটফর্ম এ বায়ো দেই এবং ম্যাট্রিমনি সাইট গুলো তে একটা অপশন থাকে আপনার অভিভাবক এর অনুমতি আছে কিনা/জানে কিনা,এই অংশ টায় যদি হ্যাঁ লিখি তাহলে কি মিথ্যা বলা হবে?
বি:দ্র: আমি অনেক জায়গায় বায়ো দিয়েছি, আমি মেয়ে মানুষ প্রতিবার আম্মুকে জিজ্ঞেস করা আমার জন্য লজ্জাজনক লাগে।আর বিভিন্ন জায়গায় বায়ো দিলে আমার আম্মুর কোনো আপত্তি নেই,বরংচ যেহেতু আমার বাবা/ভাই কেউ নেই আমি একটু চেষ্টা করলে উনি আরো খুশি হন।
جزاك الله خيرا