আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
আমার সিহরজনিত সমস্যা, ২২ সালের দিকে আমার এই সমস্যাটা ধরা পড়ে।তখন থেকে আমি রুকাইয়া চিকিৎসা নিচ্ছি, কিন্তু স্থায়ী ভাবে কোনো সমাধান পাচ্ছি না।নিজে নিজে সেল্প রুকাইয়াও করতেছি কন্টিনিউ, মাঝে মাঝে হতাশ হয়ে বাদ দেই আবার শুরু করি, এভাবেই চলছে।
আমার বিয়ে বন্ধ করে রাখা হয়েছে, বিয়ে বন্ধ রাখার যে পয়েন্ট গুলো আছে সেগুলো আমার সাথে মিলে।
এখন পরিবার থেকে প্রচন্ড মানসিক টর্চার করছে, তাদের মনে হচ্ছে আমি ইচ্ছে করে বিয়ে করিনি।কিন্তু আল্লাহ আমার অবস্থা সম্পর্কে সাক্ষী। আমার পরিবার প্র্যাক্টিসিং না।যার জন্য আমার সব কিছু সামলাতে কষ্ট হচ্ছে।
এখন আমি আবার লং সেশনের রুকাইয়া করতে চাচ্ছি।আমার সমস্যাটা উনারা ফাইনডাউট করুক সেটা অনুযায়ী আমি চিকিৎসা নিতে চাচ্ছি।এটাতে আমার পরিবারের তেমন সমর্থন নেই।
এখন আমাকে পঞ্চগড় থেকে ঢাকায় গিয়ে আমার এক ছোট বোনের বাসায় থেকে এই চিকিৎসাটা নিতে হবে।ছোট বোনের বাসায় পর্দার কোনো সমস্যা হবে না।এবং ফিতনার ভয় নেই আলহামদুলিল্লাহ।
আমার মাহারাম বলতে আমার ছোট ভাই আর বাবা আছেন।উনারা কখনোই আমার সাথে যাবেন না। আর সেখানে আমার ১০/১৫ দিন থাকতে হবে, এখন আমি কী সেখানে গিয়ে আমার এই চিকিৎসাটা নিতে পারবো?এতে আমার ফরজ তরক হবে কি-না?