আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মানুষের তালাকের ওয়াসওয়াসা থাকলে।সে জানেও না এমন কিছু হয়েছে কিনা আর মনেও নাই।এমন মানুষ যদি মোনাজাতে বলে আল্লাহ আমি জানি না এমন কিছু হয়ছে কিনা আর হয়ে থাকলেও অজান্তে (মানে এটা বুঝাচ্ছে জানা নাই এমন গুণার শাস্তি দিও না বা এটার জন্য পাকড়াও না করার জন্য ) এভাবে মোনাজাত করলে কোন সমস্যা হয়?
২।এমনিতে এভাবে মোনাজাত করলেও কি কিছু হয়? মিথ্যা শিকারোক্তি না। শুধু না জেনে হয়ে থাকলে আর মনে না থাকলে বা ভুলে গেলে এভাবে মোনাজাতে আল্লাহকে বললে কি কোন সমস্যা হবে?