আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। গ্রামের এক মহিলা কি বিপদ থেকে রক্ষা হলে সোনা রুপার পানি দিয়ে গোসল করানো আর সিন্ডির ডেকসি (পায়েস) মানত করে।
১।কেই না বুঝে এসব বেদআত বললে কি গুণাহ হবে?আবার পায়েস মানত করাটা কেমন জানি না তবে মনে হয় ইসলামে এমন নিয়ম নাই মানে পছন্দ নয় এমন বললে কি ঈমান চলে যাবে না জেনে?মানে মানত করা এটা ভালো না এমন পড়েছিল কোথায় এমন মনে আসার কারণে বললে কি কোন সমস্যা হবে?মানে সিওর না।
২।মানত নিয়ে ইসলাম কি বলে?