এক বোনের হয়ে প্রশ্ন,
আসসালামু আলাইকুম। আমার বাবা আরোও আগে স্বপ্নে দেখেছিলো আমার ভাইকে নিয়ে লাল গরু কিনে আনতাছে ওর জানের সদকা হিসেবে বিলিয়ে দিবে এই নিয়তে।তখন বলেছিলো ২ টা গরু দেখছে এখন বলে একটা।তো আগামীকাল একটা লাল গরু কোরবানি দিবে সেই উছিলায় সেই গোস্ত কি আমরা রাখতে পারবো?আমাদের কিছু আত্মীয় আছে অবস্থা ভালো তাদের দেওয়া যাবে? গরুর বয়স ২ বছরের কম হলে কি দেওয়া যাবে?এখন বাবাতো বলতাছে ১ টা দেখছে মা বলতাছে আগে বলছিলো ২ টা দেখছে আরোও আগের কথা তাই জোড় দেওয়া যাচ্ছে না।একটা গরু দিলেই হবে নাকি ২ টাই দিতে হবে?