আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। কোন মানুষের উপর রাগের কারণে গীবত ও অহংকার মূলক কথা বলে ফেললে কি ঈমানে সমস্যা হবে?
যেমন যাকে নিয়ে কথা হচ্ছে সে এমন অনেক কথা বলেছে যার কারণে রাগে এমন হয়ে গেছে।সে মানুষটার বাবা চাচা সহ কাজ করত আমাদের বাড়িতে।সে এখন একটু একটু পড়ালেখা করে আর একটু টাকা হওয়ার কারনে এমন ভাবে কথা বলে যেটা রাগ চলে আসে।যেমন আমার মাকে নাকি আমার বাবা বিয়ে না করলে পাত্তা দিত না,আমার নানি তাই নাকি সালাম দে নাই মানে যোগ্য না এটা বুঝাতে,আমার স্বামী একটু টাকা কমে গেছে তাই এটা নিয়ে বলেছে ইত্যাদি আরো অনেক। এসব কথা বাসার সবাই একসাথে বসে বলার সময় রাগে এমন বললে গীবত বা অহংকার করা উদ্দেশ্য না রাগে বলতেছি এমন বলে বলে ফেললে কি ঈমানে সমস্যা হবে? মাথায় এটা ছিল গুণাহ হবে আল্লাহ থেকে মাফ চাইবে এটাও। ওয়াসওয়াসা আক্রান্ত তহ এটা নিয়ে চিন্তা আসতেছে।
২।এমনিতে অনুমান করে কথা বললে কি কোন সমস্যা হয়? যেমন :ওর নামে এসব বলতেছে আসলে মারবে, এরকম করলে এমন হত না ইত্যাদি ইত্যাদি। ভবিষ্যৎ জানা না শুধু এমনিতে অনুমান করে বললে।