আস সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লহ,
১) একজন বোনকে কমেন্টে বলতে দেখলাম, ভ্যাজাইনা তে আঙুল ঢুকালে গোসল ফরজ হয় । এটা কতটুকু সত্যি? (স্রাব পরীক্ষার্থে বলেছিলেন উনি)
২) আর স্বাভাবিক ফরজ গোসলে কানের ছিদ্র বা নাকের ছিদ্র বা নাভি - এসবে পানি প্রবেশ না করিয়ে ভুলে গোসল সেরে কাপড় পরিধান করে ফেললাম, তো পরিধানের পর না ধোয়া অঙ্গগুলোতে পানি প্রবেশ করালে হবে নাকি পুনরায় গোসল করতে হবে?