আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ। বাড়িতে মেহমান আসলে অখুশি হওয়া যায় না এটা জানা আছে।মেহমান চিকিৎসার জন্য শহরে এসেছে।প্রায় ১ সপ্তাহ থাকার পর ও আরো থাকতে হবে এটা জানার পর মনে রাগ আসলে কি গুণাহ হবে?
আসলে স্বামী দূরে থাকে।স্বামী আসতে চাচ্ছে, আর স্বামী আসলে বাইরে থাকে বাপের বাড়িতে না, স্ত্রীকে সহ নিয়ে বাইরে হোটেলে থাকে।মেহমান চলে না গেলে আসতেও পারতেছে না কারণ স্বামী বলতেছে আবার রটাবে ওদের মেয়ে বাইরে হোটেলে পর পুরুষের সাথে থাকে, স্বামীর সাথে ওটা বলবে না।তাই এসবের কারণে রাগে স্ত্রী যদি স্ত্রীর মাকে বলে মেহমান আসলে অখুশি হওয়া যায় না কিন্তু এত কাজ করা লাগে ওদের এমন বললে কি গুণাহ হবে?আর এমন বললে এসব সবসময় মেহমান বিরক্ত লাগতেছে। আসলে স্ত্রী লজ্জায় বলে নি যে তার স্বামী আসতে চাচ্ছে ওটা।