১. একদিন উনি বলেছেন আমার সাথে সংসার করার প্রয়োজন নাই, যাও গা
উপরের প্রশ্ন, এবং এক নম্বর দিয়ে কথাগুলোর জন্যে আমি উনাকে যখন বলি এগুলো তালাকের নিয়তে বললে বৈবাহিক সম্পর্কে সমস্যা হবে, উনি বলেন আমার কোনো নিয়ত নাই, তোমাকে সংসার করতে আনছি, ঐরকম হলে তোমার মা, ভাই, আংকেলকে ডেকে আনতাম, মাথায় এগুলো ঢুকাইও না।
উনার মা-বাবার ভাষ্যমতে উনি সরল।