আসসালামু আলাইকুম,
উস্তায, এক আন্টি কোনো একজন আলেমের বক্তব্যে শুনেছেন, কোনো মুমিন কেয়ামত হতে দেখবেনা। কারণ তখন দুনিয়াতে মুমিন থাকবেনা। প্রথমবার শিংগায় ফুক দেয়া হলে জীবিত সবাই মারা যাবে, সব ধ্বংস হবে। দ্বিতীয় বার শিংগায় ফুক দেয়া হলে মৃত সবাইকে পুনরুত্থিত করা হবে। তাই মুমিন কেউ কেয়ামত দেখবেনা।
এই ব্যাপারটা কি সঠিক?
২। ফরজ নামাজের ২য় রাকাতের বৈঠকে তাশাহহুদের পর দুরুদ শরিফের কিছু অংশ পড়ে ফেললে যদি পরে সাহু সেজদা দিতে মনে না থাকে তাহলে কি নামাজ আবার পড়তে হবে?