আসসালামু আলাইকুম‌ ওয়া রহমাতুল্লাহ।
১। রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রীদের বেলায় 'বৈধ স্ত্রী' বলা কি ঠিক?
২।‌ বিবাহে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জোর তাগিদ দেয়া একমাত্র অনুষ্ঠান ওয়ালিমা। ওয়ালিমা ব্যতীত বিবাহে বরযাত্রীর জন্য অনুষ্ঠানের প্রমাণ সীরাতে পাওয়া যায় না। অধিকহারে বরযাত্রী নিয়ে কনের বাড়িতে ভোজন হারাম বলে ফতোয়াও দেওয়া হয়েছে। তবে বুখারী গ্রন্থে বরযাত্রীর অংশগ্রহণ পরিচ্ছেদের যে হাদিসে রসূলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের অনুষ্ঠান শেষে ফিরা নারী ও শিশুদের দেখে খুশি হন সেই হাদিসের ব্যাখ্যা কী? হাদিসটি তুলে ধরা হলো:-
গ্রন্থঃ সহীহ বুখারী (ইফাঃ)
অধ্যায়ঃ ৫৪/ বিয়ে-শাদী (كتاب النكاح)
২৫০০. বরযাত্রীদের সাথে মহিলা ও শিশুদের অংশগ্রহণ
باب ذَهَابِ النِّسَاءِ وَالصِّبْيَانِ إِلَى الْعُرْسِ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْمُبَارَكِ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ صُهَيْبٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ـ رضى الله عنه ـ قَالَ أَبْصَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم نِسَاءً وَصِبْيَانًا مُقْبِلِينَ مِنْ عُرْسٍ، فَقَامَ مُمْتَنًّا فَقَالَ ‏ "‏ اللَّهُمَّ أَنْتُمْ مِنْ أَحَبِّ النَّاسِ إِلَىَّ ‏"‏‏
আবদুর রহমান ইব'নুল মুবারক (রহঃ) ... আনাস ইব'ন মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, একদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক মহিলা এবং শিশুকে শাদীর অনুষ্ঠান শেষে ফিরে আসতে দেখলেন। তিনি আনন্দের সাথে দাঁড়িয়ে গেলেন এবং বললেন, আমি আল্লা'হর নামে বলছি, তোমরা সকল মানুষের চেয়ে আমার কাছে প্রিয়।
হাদিস নম্বরঃ ৪৮০২
৩। সলাতে সূরা আল ফাতিহা এর অন্য সূরা থেকে কয়েক আয়াত বা আয়াতুল কুরসি পাঠ করলে তার পূর্বে আউযুবিল্লাহি… না বিসমিল্লাহির… না দুটিই পড়তে হবে?
৪। বিতর পড়তে পড়তে ফজর শুরু হয়ে গেলে কি বিতর আবার কাজা পড়তে হবে?
৫। সালাত না সলাত কোনটা সঠিক?