আসসালামু আলাইকুম আমি অস্ট্রেলিয়া তে ব্যাচেলর পড়তেছি। এখানে পড়াশোনার পাশাপাশি লিভিং কস্ট তুলতে পার্ট টাইম জব করা ছাড়া উপায় নাই। এখানে Coles হল একটি বড় গ্রুপ যাদের under এ মুদি দোকান
, Daily necessary খুটিনাটি দোকান সহ বিভিন্ন দোকান আছে, পাশাপাশি তাদের মদ এর দোকান আছে মূল দোকানের ভিতর. আর মদের যেই দোকানে তা আছে, সেই দোকানের আলাদা ক্যাশ কাউন্টার রয়েছে । Coles গ্রুপের প্রত্যেকটা দোকানের employee দের বেতন Coles group থেকেই আসে সরাসরি। আর মতের দোকান বলতে serve করতে হয় এমন না, counter এ থাকতে হয়। মানুষ তাদের পছন্দের মদের বোতল নিয়ে আসলে পেমেন্ট রাখতে হয়। এমতাবস্থায় এই দোকান এ কাজ করা কি আমার জন্ন্যে হালাল হবে?