আচ্ছা ইমান এর ব্যাপারে দেখলাম মানুষ এমন কিছু বলে যে ইমান হারা হয়ে যাচ্ছে,,
১) আচ্ছা যদি না জেনে এমন কথ বলে ফেলে যেটা তে আল্লাহ র কোন বিধান এর আপত্তি হয়,, কিন্তু সে জানে না যে এইটা বললে ইমান হারা হবে তাহলে এর ক্ষেত্রে কি হবে?
২) অনেকে বলে যে দুমিয়াতে এত মেনে (ইসলামের নিয়ম) চলা যায় না,, এইটা বললে কি ইমান চলে যাবে,যদিও সে জানে না এইটা বললে ইমান যেতে পারে
৩) আমি একবার একজন কে বলেছিলাম মানুষের আয়ু ৮০ হওয়া উচিত,, আমার বুঝানো ছিল এতে মানুষ অনেক কিছু করতে পারত,,, কিন্তু আমি যদি জানতাম এইটাতে ইমান চলে যেতে পারে তাহলে আমি কখনোই বলতাম না,,, এখন আমার ইমান কি নবায়ন করতে হবে? বিয়েও পুনরায় করতে হবে?