আসসালামু আলাইকুম।
প্রশ্ন ১. টিউশনের অভিভাবক বেতন সবসময় ১২-১৮ তারিখে দেয়। ১/২ তারিখে দেয় না। এখন কোনো মাসে যদি আমি জরুরি প্রয়োজনে ৫/৭ দিন ছুটি নিই। তাহলে কি সেই বন্ধের দিনগুলো পড়িয়ে দিতে হবে? পড়িয়ে দিলেও বেতন সেই ১৫/১৭ দিন পর দেয়।
প্রশ্ন ২: স্টুডেন্টকে পড়া /লিখা দিয়ে সেই সময়ের ফাঁকে ফাঁকে ফোন চালানো কি গুনাহ?? অনেক সময় বসে বসে থাকতে থাকতে ঘুম চলে আসে তাই ফোন দেখা হয়। যদি গুনাহ হয়ে থাকে যাদের সাথে এমনটা করা হয়েছে সেইসব স্টুডেন্টদের থেকে মাফ কিভাবে চাইবো?
প্রশ্ন ৩: ছোট বাচ্চারা পড়াশোনা করে না অমনোযোগী তখন গার্ডিয়ান বলে মারতে। বাচ্চাদের বয়স (১০ এর নিচে। না মারলে ঠিকভাবে পড়েও না। কি করা উচিত আসলে? কিভাবে শাসন করবো?
আর না জেনে যেসব বাচ্চাদের মাইর দেওয়া হয়েছে এখন তাহলে কি করবো?