আসসালামু আলাইকুম। প্রশ্ন টা আমার এক বোনের পক্ষ থেকে করা।
আমি একজন মেয়ে। ২০২০ সালে অনলাইনে একটা ওয়েবসাইট এ কাজ করতাম। এড দেখতাম। সেটা থেকে ডলার দিত। আমি আমার ডলার এক বড় ভাইকে দিতাম। তিনি সেটা ডিলার কে দিতেন। ডিলার টাকা দিলে আমাকে সহ আমার মত যতজন এমন কাজ করতেন উনার আন্ডার এ সবাইকেই দিতেন। তো আমার অনেক গুলা একাউন্ট ছিল। আমি আমার আন্ডার এ আমার আম্মুর, খালামনির একাউন্ট করি। যেহেতু ঘরে বসেই এসব কাজ করা যায়। কয়েক মাস চালানোর পরে সেই সাইট অফ হয়ে গেলো। তখন আমার সেই বড় ভাইকে বললাম যে, " ভাই সাইট তো অফ, কিন্তু আমি তো অনেক গুলা টাকা দিয়ে অনেক গুলা একাউন্ট করেছিলাম। এখন আপনি যদি কিছু ডলার নিয়ে আমাকে কিছু টাকা দিতেন। "
তখন তিনি আমাকে ২০০০ টাকা দিয়েছিলেন। আর আমি তাকে ডলার দিয়েছিলাম কিনা মনে পড়ে না। একবার মনে হয় দিয়েছি। আবার মনে হয় দেইনি। কারন তখন আমার প্রায় ২৫ হাজার টাকার মত লস হইছে। সব একাউন্ট মিলে। স্টুডেন্ট মানুষ ছিলাম আমি।
সেই ভাইকে আমি আজকে ৫ বছর পরে আবার সেই কথা জিজ্ঞেস করলাম। যে ভাই আপনাকে কি আমি সেদিন ডলার দিয়েছিলাম। আমার যতদুর মনে হয় দিয়েছিলাম। কিন্ত এর পরে আপনি আমার কাছে কোনোদিন সেই ২০০০ টাকা চান নি। আপনি যদি আমাকে ধার দিতেন তাহলে তো মনে থাকতো আপনার। ধার দেয়া টাকার কথা তো কেউ ভুলে না। তার মানে আপনি ধার দেন নাই। আমার এত টাকা লস হইছে সেটার জন্য খারাপ লাগতেছে না৷ আমার অনিচ্ছায় ভুলের জন্য আল্লাহ যদি আমাকে কেয়ামত এর দিন আটকায় সেটা চিন্তা করতেছি।
----আমি ভাইকে জিজ্ঞেস করলাম তার কোনো দাবি আছে কিনা এই টাকা নিয়ে? ভাই বললো উনার কিছু মনে নাই। আমি বললাম তাহলে আমি আপনাকে এখন ২০০০ টাকা ফেরত দিই।উনি বললো লাগবে না টাকা। আগের কথা বাদ দিতে। আমি বললাম ভাই তাহলে আপনি কি কিয়ামতের দিন আমাকে ধরবেন? আমার কাছে টাকা চাইবেন? আপনার হক কি নষ্ট করলাম আমি? আপনি কি কোনো দাবী রাখলেন আমার উপর?
---- ভাই উত্তর দিল কোন হক নাই। তার কোনো দাবি নাই আমার উপর। কিছু নাই। আল্লাহ যেন আমাকে এসব এর জন্য না ধরেন।
প্রশ্ন: আমি আসলেই মনে করতে পারতেছি না যে ডলার দিয়ে টাকা নিয়েছিলাম নাকি ডলার ছাড়া। আমি ৫০% নিশ্চিত ডলার দিয়েই নিয়েছিলাম। আর উনি যেহেতু আমাকে মাফ করে দিছেন, দাবি নাই বলছেন তাও যদি উনার কাছে আমি ভুলে ঋনি হয়ে থাকি সেক্ষেত্রে কি আল্লাহ এই টাকার জন্য কেয়ামত এর মাঠে আমাকে আটকাবে??