এক আত্মীয় আমাকে মেরেছিল ।
তার পর থেকে তার প্রতি রাগ হয় ।
তার দেওয়া অনেক পোষাক রয়েছে।
আমি তার পোশাক আর পরিধান করি না রাগে।
যেহেতু আমাকে সে মেরেছিল।
১)এখন আমার প্রশ্ন হল তার প্রতি রাগ করে তার পোশাক পরিধান না করলে কি অহংকার করা হবে বা পাপ হবে?
২) এখানে আরেকটি বিষয় সে চাকরি করে সরকারি এবং চাকরি নিয়েছে ঘুষ দিয়ে। এখন তার ঘুষ দিয়ে নেওয়া চাকরির টাকা দিয়ে পোশাক দিলে সে পোশাক নেওয়া কী হালাল হবে আমার জন্য? ( মেরেছিল সে কথা না হয় বাদই দিলাম ঘুষ দিয়ে নেওয়া চাকরির ক্ষেত্রে বলেন)।