আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু
আমি বিকাশে টাকা ডিপোজিট একাউন্ট খুলতে চাচ্ছি। কিন্তু এখানে মুনাফা দেয় যেটা আমি গ্রহণ করতে চাচ্ছি নাহ। অন্য কোন উপায় ও নেই টাকা জমা করার। আব্বু টাকা অপচয় করে ফেলে দেখে নিতান্ত বাধ্য হয়ে এটা করছি। এখন যে টাকা এক্সটা মুনাফা পাবো ওইটা দান করে দিবো ভাবছি। এতেও কি সুদের গুনাহ হবে? মূলত অতিরিক্ত মুনাফা টুকু দান করবো মূল যে জমার টাকা ওইটা রাখবো।