আসসালামুয়ালাইকুম,
আমি বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি, স্নাতকে আমার দুটো রিসার্চ পেপার পাবলিশ হয়। ছোট থেকেই আমার স্বপ্ন ছিল বড় চাকরি করে বাবা মা কে সাহায্য করবো। উল্লেখ্য আমরা তিন ভাই বোন, আমি সবার বড়, আমার বোন একটা বেসরকারি কলেজে বিএসসি নার্সিং ও ভাই ক্লাস সেভেনে পড়ে। আমার বাবা একটা প্রাইভেট কোম্পানিতে জব করেন, আগামী কয়েক বছরের মধ্যে তিনি রিটায়ার্ড করবেন। যেহেতু প্রাইভেট চাকরি তাই তিনি কোনো মাসিক পেনশন পাবেন না, এককালীন কিছু টাকা পাবেন।বাবা ই আমার পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।দ্বীন সম্পর্কে অনার্স চতুর্থ বর্ষে অল্প অল্প করে জানতে পারি, তখন থেকে পর্দা শুরু করি, তবে সহশিক্ষা হারাম এসব বিষয়ে আরো পরে জানতে পারি। যাইহোক নারীদের মাহরাম ছাড়া সফরে যাওয়ার অনুমতি নেই জানতে পেরে আমি বিদেশে পিএইচডি ডিগ্রি অর্জন এর আশা ছেড়ে দেই, আমার রেজাল্ট ও আনুষঙ্গিক বিষয়াদি আমার অনুকূলে থাকা সত্ত্বেও। কিছুদিন আগে আমি বিয়ে হয়। আমার স্বামী বর্তমানে চাকরির প্রস্তুতি নিচ্ছেন। তিনি চান আমি ও তার সাথে চাকরির ( প্রাইমারি প্রধান শিক্ষক, বিসিএস শিক্ষা ক্যাডার, পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা) প্রস্তুতি নেই। আমার শ্বশুর শাশুড়ি দুজনেই শিক্ষকতা করেন। তারাও কিছুদিন পর রিটায়ার্ড করবেন। এমতাবস্থায় আমি আমার বাবার বাড়িতেই থাকি, যেহেতু দুজনেই আর্থিকভাবে উভয়ের পরিবারের উপর নির্ভরশীল। আমার আর্থিক ও পারিবারিক অবস্থা বিবেচনায় এখন কি কোনো চাকরির প্রস্তুতি নেওয়া/আবেদন করা উচিত? অবশ্য আমার স্বামী চায় সে ভালো কোনো চাকরি পেলে আমার চাকরির দরকার নেই।সে যেহেতু বর্তমানে বেকার, ভবিষ্যতে আর্থিক টানাপোড়েনের কথা চিন্তা করে আমাকে চাকরি করতে বলেন। কিন্তু আমি জানি শিক্ষকতা পেশায় নিকাব করা গেলেও পুরুষ সহকর্মী ও শিক্ষার্থী সব প্রতিষ্ঠানেই থাকবে, নজরের হেফাজত‌ করা কঠিন হবে, আবার বিভিন্ন জাতীয় দিবসে পুস্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এসব তো একজন কর্মকর্তা হিসেবে আমি এড়িয়ে যেতে পারবো না সবসময়।সব দিক বিবেচনায় প্রাইমারি স্কুলে এসব ফিতনা কিছুটা কম। আবার মনে হয় এসব ফিতনা তো আমার মাহরাম অভিভাবকরাও ডিল করেন তাদের কর্মস্থলে, তাহলে তাদের ইনকাম কি জায়েজ/হালাল? আমার ভরনপোষন না হয় স্বামী দিল, আমার বাবা মা ভাই বোনদের কে দেখবে? আল্লাহ আমাকে যে মেধা/ডিগ্রি দিল সেগুলো কোনো কাজেই লাগবে না?সব বিবেচনা করে উত্তম পরামর্শ দিলে উপকৃত হতাম ইং শা আল্লহ্।জাযাকাল্লাহু খইর।