ধরুন একটা ওয়েবসাইট বা কোনো একটা পাবলিক প্ল্যাটফর্মে কোনো প্রশ্ন না কোনো ছবি আপ্লোড দেয়া আছে, এখন উনি এটা পাবলিক করে আপ্লোড দিয়েছে,
এখন সেই ছবি না সেই কন্টেন্ট বা সেই প্রশ্ন গুলো নিয়ে যদি আমি আমার কাজে লাগাই সেক্ষেত্রে মেইন যে পেইজ থেকে পোস্ট করা হয়েছে, তাদের কি হক্ব নস্ট করা হলো?
ধরুন কোনো একটা ওয়েবসাইট কোনো এক সাবজেক্টের ১০০/৫০ প্রশ্ন উত্তর সহ কেউ টাইপ করে রাখছে, যেগুলা কোনো না কোনো বই বা কোচিং এর,
এখন সেই প্রশ্ন বা নোট গুলো কালেক্ট করে আমি নিজের মতো ইউজ করতে পারবো?? এক্ষেত্রে কি তাদের অনুমতি নিতে হবে বা তাদের ক্রেডিট দিতে হবে?
আবার ধরুন কোনো একটা ব্যক্তির সাথে আমি পার্টনার শিপে গেলাম, বা আমার পরিচালিত কোনো পেইজে কোনো ব্যক্তিকে ইনভাইট করলাম কোনো অনুষ্ঠানে কথা বলার জন্য৷
বা কোনো এক ব্যক্তির থেকে আমি তার লেখা বা তার বানানো কিছু কপি করলাম।
এখন, আমি যার লেখা কপি করবো, বা যাকে আমার অনুষ্ঠানে ইনভাইটেশন দিব, তখন তাকে তো অবশ্যই আমার পেইজের অডিয়েন্সের সাথে পরিচয় করে দিতে হবে, সেক্ষেত্রে সেই ব্যক্তি যদি তেমন ধার্মিক না হয়, এখন এই যে আমি তাকে পরিচয় করায় দিলাম, এখন আমার মাধ্যমে কেউ যদি তার সাথে পরিচিত হয়, বা তার ছড়ানো পাপে জড়ায় সেক্ষেত্রে সেই দ্বায়ভার কি আমার হবে?
ব্যাপার টা বুঝায় বলছি,
ধরুন, বাংলাদেশ নামে আমার একটা পেইজ আছে,
এখন ঢাকা নামের একটা পেইজ গান,মিউজিক, মেয়ে এমন অনেক কিছুই প্রমোট করে, তো সেই পেইজের ভালো কোনো কন্টেন্ট যদি আমার ভালো লাগে যেটায় কোনো হারাম নেই, সেটা আমার পেইজ থেকে পোস্ট করলে তো "ঢাকা" পেইজের ক্রেডিট দিতে হবে,তাই না? এখন আমার ক্রেডিট দেয়ার মাধ্যেম কেউ যদি তাদের পেজ থেকে ছড়ানো কোনো অশ্লীলতা বা পাপে জড়ায় তার দ্বায়ভার কি আমার? কারন আমার মাধ্যমেই সে ঢাকা পেইজকে জানছে। এক্ষেত্রে আমার করনীয় কি? ক্রেডিট না দিলেও তো হক্ব নস্ট হবে তাই না?
আবার ধরুন আমার বাংলাদেশ নামের পেইজ থেকেই আমি এক ব্যক্তিকে পরিচয় করে দিলাম,যার প্রোফাইল থেকেও গান, মিউজিক বা ইসলাম সম্মত নয় এমন কিছু পোস্ট করা হয়।
তো আমার পেইজ থেকে যে উনাকে পরিচয় করে দিলাম,আমার মাধ্যমে যারা উনার প্রোফাইলে যাবে, সে পাপ এর দ্বায় কি আমার হবে? কারন ইসলামে নিজে পাপ করা ও পাপের প্রসার করা সমান পাপ। এক্ষেত্রে আমার করনীয় কি?
আবার পার্টনার শিপ ব্যবসার ক্ষেত্রে, আমার পার্টনার যদি এমন হয় যে সে তেমন ইসলামিক না, এখন আমি তার সাথে ব্যবসা করলে অনেকেই তার সম্পর্কে জানবে, আমার মাধ্যমেই। তো যারা জানবে & তারা যদি ঐ পাপে জড়ায় তার পাপের দ্বায় ভার কি আমার?
মোদ্দা কথা, নিজে পাপ করা আর পাপের প্রসার সমান পাপ, এক্ষেত্রে আমি কীভাবে পাপ থেকে বেছে ব্যবসা বা কিছু করতে পারবো.