আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ।
আমি আইওএম এর একজন আলিম কোর্স এর ত্বলিবাহ।আমাদের ক্লাসগুলে তো রাতে হয়।
১।আমি হলে দ্বীনী মেহনতে যুক্ত আছি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর কুরআন শেখানো হয়।কুরআন শেখানো শেষ করে আসতে বেশ দেরি হয়ে যায়।এসে খাওয়া দাওয়া করে নামাজ পড়তে আইওএম এর কোন ক্লাস এর অর্ধেক ক্লাস হয়ে যায়।ক্লাসে জয়েন দিয়ে ক্লাস না করায় কি আমি গুনাহগার হব?
২।আবার ক্লাসগুলো শেষ করে ঘুমাতে বেশ রাত হয়ে যায়।তখন ঘুমালে কিয়ামুল লাইল করতে পারিনা।আমি রেগুলার কিয়ামুল লাইল এ উঠতে চায় কিন্তু করতে পারি না।আমার করণীয় কি?
৩।আমি কি আইওএম এর ক্লাসগুলো শেষ করে ঘুমাবো নাকি ক্লাস না করেই ঘুমাবো যাতে কিয়ামুল লাইল আদায় করতে পারি।নবী (সা) এর সুন্নাত তো তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ঘুম থেকে উঠা।আমি কিভাবে রাতের তাড়াতাড়ি ঘুমানো আর উঠার সুন্নত টা আদায় করব?
৪।আমি একটা ফিক্সড রুটিনে আসতে চাচ্ছি। যেমন ১০ টায় ঘুমানো ৩ টায় ঘুম থেকে উঠা।ক্লাস না করলে রেকর্ড ক্লাসগুলো গুরুত্ব সহকারে করা হয়না।পরে পরীক্ষায় সময় বেশি প্রেসার হয়ে যায় তখন মনে হয় ইলমের কদর করতে পারছি না।আমার করণীয় কি?