আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ, মুহতারাম আমার একটা বিষয় জানার ছিলো। আমি দাওয়াত ও তাবলীগের একজন সাথী। আমি শুরায়ী নেজামের সাথে সম্পৃক্ত। কিন্তু আমার এলাকায় শুরায়ী নেজামের সাথীদের সাথে আমার মেহনত করতে ভালো লাগেনা। তাদের আখলাক আমার পছন্দ হয়না। কিন্তু মেহনত থেকে দূরে থাকলে ঈমানের মধ্যে দূর্বলতা এসে যায়। আমলে কমজুরি চলে আসে। এমতাবস্থায় আমি যদি সাদ সাহেবের অনুসারীদের সাথে মেহনত করি এবং মনে প্রাণে শুরায়ী নেজাম তথা উলামাগণের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখি তাহলে কি কোন সমস্যা হবে? আমি সাদ সাহেবের ভ্রান্ত আকিদা লালন করবোনা। কিন্তু মেহনতের স্বার্থে আমি তাদের সাথে জুড়বো। এতে কোন সমস্যা হবে? যদি সমস্যা হয় তবে বিকল্প কি করতে পারি?