الســـــــــــــــلام عليكم ورحمة اللّٰه وبركاته
আমার জয়েন ফ্যামিলি, ছাদে চিলেকোঠায় আমার রুম, এক তলা বাসা সবাই নিচে থাকে , এটা বললাম কারণ রান্নাঘর নিচে তো সকাল, সন্ধ্যা, রাত এ বা এর মধ্যেও অনেকবার উঠানামা করতে হয় সিড়ি দিয়ে, আর রান্নাবান্না, নাস্তা বা অন্যান্য কাজ নিচে করতে হয় আবার রুমের ও কাজ থাকে, দের রুম ঝারু মুছা+প্লেট,প্যান,বাটি ধোয়া+কাপড় আনা ভাজ করা+ময়লা পানি ফালানো+ছেলের সব কিছু +নিজের সালাত গোসল সহ আরো অনেক কিছু, অনেক উপরে কিছু রান্না করি কারেন্ট এর চুলায় তখন দাড়িয়ে দাঁড়িয়ে করতে হয়, তো এরপর রাতে আব শেষ করে বিছানায় গেলে আমার হাসবেন্ড শরির টিপে দিতে বলে, আমি ওনার মত টিপে দিতে পারিনা, আবার আমার হাত ব্যাথা করে সেজন্য ও দিতে মন চায় না দিতে, বাট সে মনে করে আমি যদি তার ই সেবা না করি সারাদিন সে অফিস করে আসে, তাহলে আর আমাকে বিয়ে করে তার লাভ কি হোল!কিন্তু নিচ তলার কাজ, রুমের কাজ, আবার যদি কাপড় ও ধুই আর হাটাহাটি তো আছেই সব মিলিয়ে রাত হলে আমার নিজের জন্য হাত পা ব্যাথা করে। তাহলে আমি কি ভাবে তার সেবা করতে পারি!কিন্তু তার যুক্তিও ঠিক যে স্বামীর সেবা তো করতেই হবে নাহলে স্বামীর মন কিভাবে পাব,বাট বাসায় মেহমান থাকলে বা অনেক নিচের বেশির ভাগ রান্নাবান্না কাজ একার করা হলে আর রুমের কাজ, বাচ্চার কাজ ,সালাত,গোসল এগুলো তো ফিক্সড এসব করে আমার ওনার শরির টিপতে মন চায় না!এখন আমি কি করতে পারি??! আর ওনার এটা সমস্যা +অভ্যাস।
কারণ উনি স্বাস্থ্যবান মানুষ তার শরিরের চামড়ার ভেতরে কেমন কেমন অসস্থিকর অবস্থা হয় নাকি!আর ওর বাপেরে তার মা সারাজীবন এরকম টিপে আসছে সেগুলো দেখে দেখে সেও অভ্যস্ত এজন্য সেও মনে করে যে তার বউ ও করবে!এখন যখন শরির ভালো থাকে সেই বাট মন চায় না, আর খারাপ থাকলে দিতে পারিনা, তখন আমি বলি যে এত মানুষের চাহিদা আমি কিভাবে পূরণ করবো নিচের কাজ উপরের কাজ, আবার রাত হইলে আপনারে টিপাটিপি , এত কিছু আমি করতে পারবো না সে খুব খুব অসন্তুষ্ট হয় আমার উপর! আমার এটা বলা কি ঠিক আছে?!
এমতাবস্থায়, কি করতে পারি আমি? দয়া করে বলে দিন।