আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু!
একজন বোন পূর্বে একটি হারাম সম্পর্কে লিপ্ত হয়ে জিনা করে ফেলে এবং যখন সে এটা সম্পর্কে বুঝতে পারে তখন তা থেকে ফিরে আসে! পরবর্তীতে বিয়ের সময়- ছেলে তাকে পূর্বের সম্পর্ক নিয়ে জিজ্ঞাসা করলে সে বিষয়টি এড়িয়ে যেতে চায়, কেননা সে চায় না তার গুনাহ সম্পর্কে কেউ অবগত হোক! ছেলেটি তখন মেয়েটিকে আল্লাহর কসম কাটতে বলে! তখন মেয়েটি তার গুনাহ প্রকাশ না করার জন্য নিজের ইচ্ছার বিরুদ্ধে আল্লাহর নামে মিথ্যা কসম করে! ছেলে ফোন রাখার পর মেয়েটি মিথ্যা কসম করার জন্য অনুতপ্ত হয় আল্লাহর কাছে ক্ষমা চায়!
এখন বোনের প্রশ্ন হলো-
১। যেহেতু মিথ্যা বলে কসম কাটা হারাম, তাহলে এখন তার করণীয় কি? এক্ষেত্রে কসম ভঙ্গের জন্য নির্দিষ্ট কোনো বাক্য বলতে হবে কি? নাকি খালেস দিলে তওবা করলেই যথেষ্ট? আর কসম ভঙ্গের জন্য কাফফারা দিতে হবে কি না? কাফফারা দিতে হলে দাসমুক্ত, আহার বা বস্ত্র প্রদানের সামর্থ্য না থাকলে কি করণীয়?
২। পূর্বের স্থানে বিয়ে হয়নি! পরবর্তীতে আবারও যদি ছেলে পক্ষ আসে এবং একই প্রশ্নের মুখোমুখি হয় তাহলে কি বলা উচিত! সে তার গুনাহ সম্পর্কে কাউকে কিছু বলতে চায় না!