১.আমরা জীবনের বিভিন্ন সময় জেনে বা না জেনে অন্যের উপরে জুলুম করে ফেলি বা হয়ে যায়।এখন যদি কেউ অনুভব করে যে সে অন্যায় করে ফেলছে আর অনুতপ্তবোধও করে কিন্তু ক্ষমা ছাড়া আর সুযোগ না থাকে বা ক্ষমা চাইতে গেলে বিষয়টা আরও বিগড়ে গেলো বা সে মাফ করলো না।তখন আমাদের করণীয় কী?
২. আমরা বিভিন্ন হাদীসে দেখি রাসূল সাঃ ও আমাদের সাহাবীগণ একটি আয়াত বা একটি সূরা কয়েকবার পড়েছেন।অনেক সময় একটা আয়াত দিয়েই পুরো রাত কেরাত করেছেন।আমরা কি যেকোনো সুরা বা আয়াত নামাজে এভাবে রিপিট করতে পারবো? সেটা কি প্রতিটা রাকাতে রিপিট করবো?