আসসালামু আলাইকুম উস্তাদ। ২০১৭ সাল থেকে ২০২৩সালের জুন পর্যন্ত আমার কাছে ১ভরি ৫আনা স্বর্ন ছিলো কোন জমা টাকক ছিলো না।২০২২ সালের দিকে ৫০হাজার টাকা জমে সে টাকা একবছর হয়েছিলো না।২০২৩ সালের জুলাই থেকে ১ভরি ৪আনা আছে জমা কোন টাকা নেই।আর কিছু আছে আমার মেয়ের সে নাবালক। আমার উপর কি ২০১৭সাল থেকেই যাকাত ফরজ হয়েছে??এখনও কি ফরজ যেহেতু জমা টাকা নাই।
আগে যদি ফরজ হয়েও থাকে এখন কিভাবে পরিশোধ করব।