আমি আমি অভিমান করে হাসবেন্ড কে বলতেছিলাম, মেয়ে আপনার রক্তের, আপনার ফ্যামিলি আপনার রক্তের। তাই তাদের প্রতিই ভালোবাসা। আমার সাথে তো রক্তের কোনো সম্পর্ক নাই। তাই ভালোবাসা ও নেই।
তো কথা কাটাকাটির এক পর্যায়ে সে বলতেছে তো সায়ীদা আমার একার রক্তের। তোমার না। আমি বারবার বলছি না। অভিমান করেই।
এরপর আমিই বলছি আমার সাথে আপনার কোনো সম্পর্ক নেই। সে বলছে, ঠিক আছে যা বলছো তা মনে রেখো। এখন আমাদের কি ইশারায় তালাক হয়ে গেছে??
অনেক ভয় লাগছে।