কেও যদি রমজানে একটাও রোজা না রাখে আর যদি রোজা রেখে শরীয়তসম্মত কারণ ব্যতীত ভেঙে ফেলে তাহলে অইটার কাজা কিভাবে আদায় করবে? সাইকোলজিকাল সমস্যা থাকার কারনে biopolar disorder er manic episode. মাথা অনেকটা ঠিক থাকে না। মনে হয় আমি রোজা রাখতে পারব না, না রাখি এমন। এক্ষেত্রে কাফফারা আদায় করতে হবে?